ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়ন পরিষদে ৯ম বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক। ১৯৭৭ সালে মাত্র ২৮ বছর বয়সে প্রথম তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। এর পর থেকে টানা নয়বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে রেকর্ড করেছেন তিনি।
সোমবার (২১ জুন) অনুষ্ঠিত নির্বাচনেও বাসন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোবারক হোসেন মল্লিক। বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিকের বয়স এখন ৭২ বছর। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ইউপি নির্বাচনে তিনি নির্বাচিত হয়েছেন। স্থানীয় রাজনীতির পাশাপাশি তিনি জেলা পর্যায়েও একজন সফল রাজনীতিবিদ। তিনি বর্তমানে জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং জাতীয় শ্রমিক লীগ ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়নের পাশাপাশি প্রতিটি মানুষের নিয়মিত খোঁজখবর রাখায় চেয়ারম্যান মোবারক হোসেন ব্যাপক জনপ্রিয়। এই জন্য ইউনিয়নের সিংহভাগ মানুষ তাঁকে ভোট দেয়।
এ জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক। তিনি বলেন, ‘জনগণের সেবার ব্রত নিয়ে জীবনের প্রথম থেকে কাজ করছি। ভবিষ্যতেও কাজ করে যাব।’