হোম > সারা দেশ > পটুয়াখালী

কুয়াকাটায় মলম পার্টির ৬ সদস্য গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে মলম পার্টির ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা-পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে সৈকতের লেম্বুরবন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে মানুষকে অজ্ঞান করার সরঞ্জাম ২ কৌটা মলম ও ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন মাদারীপুর জেলার চরমুগরিয়া এলাকার শাহ আলম (৫২), জাকির হাওলাদার (৪৫), শিবচরের মাহবুব ফকির (৩৮), রাজৈর বদরপাশার মামুন আকন (৪২), রাজবাড়ী জেলার ঠাকুর-নওপাড়ার কুদ্দুস মোল্লা (৩৪) ও গোপালগঞ্জ জেলার মোকসেদপুরের জাহাঙ্গীর মোল্লা (৩৪)। 

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা অঞ্চলের পুলিশ সুপার আশরাফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘লেম্বুরবন এলাকার ইব্রাহিম নামের এক ব্যক্তিকে কয়েক মাস আগে অজ্ঞান করে সর্বস্ব লুটে নেয় অজ্ঞান পার্টির সদস্যরা। তাদের কয়েকজনকে সৈকতে ঘোরাঘুরি করতে দেখে ইব্রাহিম বৃহস্পতিবার পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।’ 

মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘ট্যুরিস্ট পুলিশ ও থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের নামে ছয়-সাতটি করে মামলা রয়েছে। আজ শুক্রবার আরও একটি মামলা হয়েছে। তাদের কলাপাড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’ 

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ