হোম > সারা দেশ > ঝালকাঠি

চলন্ত মোটরসাইকেলের ওপর ভেঙে পড়ল গাছের ডাল, সরকারি কর্মকর্তা নিহত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে চলন্ত মোটরসাইকেলের ওপর গাছের ডাল পড়ে রাজাপুর উপজেলা নির্বাহী অফিসের উপপ্রশাসনিক কর্মকর্তা মনির হোসেন নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটির ষাইটপাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহতের স্ত্রী গুরুতর আহত হন। 

নিহত মনির হোসেন রাজাপুরের বড়াইয়া এলাকার বাসিন্দা। তিনি রাজাপুর উপজেলা নির্বাহী অফিসের উপপ্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। 

পুলিশ ও নিহতের স্বজনেরা জানানা, বরিশাল থেকে মোটরসাইকেল চালিয়ে স্ত্রী তানিয়া বেগমকে নিয়ে ঝালকাঠির বাসায় ফিরছিলেন মনির হোসেন। পথে ষাটপাকিয়া এলাকায় পৌঁছালে তাঁর মাথার ওপর গাছের ডাল ভেঙে পড়ে। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে তাঁরা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় মনিরকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান তাঁকে মৃত ঘোষণা করেন। এ সময় মনির হোসেনের স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। 

জেলহাজতে অসুস্থ আ.লীগ নেতার শেবাচিম হাসপাতালে মৃত্যু

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত সন্ধ্যা নদীর তীরবর্তী গ্রামবাসী

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন’

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মুনাফিকি না করলে ৮ দলের ঐক্য অটুট থাকবে: ফয়জুল

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

মালবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ৫