হোম > সারা দেশ > ঝালকাঠি

কাঠালিয়ায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

ঝালকাঠি সংবাদদাতা

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের পূর্ব পাটিখালঘাটা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আমজাদ আলী খানের পরিত্যক্ত বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া গেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে আগুন দেওয়া হয় বলে জানা গেছে। 

কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। 

আমজাদ আলী খানের ছেলে মো. মাহফুজ খান অভিযোগ করেন, ২৯ মে কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। ৯ মে দিবাগত রাত ১২টার দিকে আমাদের পরিত্যক্ত একটি কাঠের ঘরে আগুন দেওয়া হয়। খবর পেয়ে কাঠালিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ৫ লক্ষাধিক টাকা মূল্যের ঘরটি পুড়ে যায়।’ 

মাহফুজ আরও বলেন, ‘বর্তমানে কাঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা চলছে। আমরা সাবেক উপজেলা চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া সিকদারের কর্মী।’ 

তিনি বলেন, ‘আমাদের ধারণা কিবরিয়া সিকদারের প্রতিপক্ষ প্রার্থীদের কর্মী-সমর্থকেরা এই ঘটনা ঘটিয়েছে। তবে কোন প্রার্থীর কর্মী-সমর্থকেরা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। আগুনে পুড়ে যাওয়া ঘরটিতে আমরা কেউ বসবাস করি না। এটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এর পাশে আধাপাকা ঘরটিতে আমরা বসবাস করি।’ 

কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘কাঠালিয়া থানা-পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. গোলাম কিবরিয়া সিকদার।

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা