হোম > সারা দেশ > বরগুনা

বিষখালী নদীতে ভাসছিল নারীর লাশ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 

পাথরঘাটা থানা। ছবি: আজকের পত্রিকা

বরগুনার পাথরঘাটার বিষখালী নদীর তীর থেকে ভাসমান এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে, ওই নারীর বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে।

পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌকিদার খলিলুর রহমান জানান, শুক্রবার সকালে কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কূপধন এলাকার বিষখালী নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় জেলেরা। পরে তাঁদের সহায়তায় লাশটি তীরে আনা হয়। এলাকার কেউ লাশটির পরিচয় শনাক্ত করতে পারেনি। লাশের পাশে নদীর তীরে একটি স্কেচার পাওয়া গেছে। পরে পাথরঘাটা থানায় খবর দেওয়া হয়।

ওসি মোহাম্মদ মেহেদী হাসান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনায় পাঠানো হয়েছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পানিতে থাকায় কাঁকড়া বা মাছের কামড়ে চেহারায় রক্তক্ষরণ হয়েছে। এ ছাড়া লাশের পরিচয় নিশ্চিত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বলা যাবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে।

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ