হোম > সারা দেশ > বরিশাল

‘পদ বাণিজ্য নয়, অনুদানের টাকা নিয়েছি’

বরগুনা প্রতিনিধি

বরগুনার বামনা উপজেলা বিএনপির সদস্য জাকির খানের কাছ থেকে চেকের মাধ্যমে নেওয়া টাকা ‘পদ বাণিজ্যের নয়, অনুদান’ বলে দাবি করেছেন বরগুনা জেলা বিএনপির নেতারা। আজ শুক্রবার বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক। তিনি বলেন, সম্প্রতি জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলম ফারুক মোল্লাসহ বিএনপির কয়েকজন নেতাকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত টাকা নিয়ে পদ বাণিজ্যের খবর প্রকাশিত হয়েছে। সেখানে বরগুনা-২ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জাকির খানের কাছ থেকে পদ বাণিজ্যের জন্য চেকের মাধ্যমে টাকা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। 

সালেহ ফারুক বলেন, আসলে ‘পদ বাণিজ্যের’ যে অভিযোগ উঠেছে এটি সত্য নয়। জাকির খানের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি সত্য, তবে সেটা পদ বাণিজ্য নয়, অনুদান। জাকির খান একজন দানশীল ব্যক্তি উল্লেখ করে তাঁর কাছ থেকে অনুদানের টাকা আহ্বায়ক মাহবুব আলম ফারুক মোল্লা, যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুকসহ অন্য নেতারা বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় ব্যয় করেছেন। পদ বাণিজ্যের অভিযোগকারীদের ‘বর্ণচোরা’ উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে তারা জেলা বিএনপিকে দুর্বল ও গণবিচ্ছিন্ন করার পাঁয়তারায় লিপ্ত।

লিখিত বক্তব্যে সালেহ ফারুক বলেন, আহ্বায়ক কমিটি দায়িত্ব নেওয়ার পর সাংগঠনিক কর্মকাণ্ড বেগবান করতে কেন্দ্রের নির্দেশে জেলার ১০টি ইউনিটের নয়টি পুনর্গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটির সাংগঠনিক তৎপরতা দেখে বিএনপির জনবিচ্ছিন্ন কিছু নেতা ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রের পাঁয়তারা শুরু করেছেন। এই নেতারা শুধু কেন্দ্রীয় নেতাদের আগমনের সময় হাজিরা দিয়ে চলে যান। এরাই মোবাইল ফোনের আলাপ এডিট করে বিকৃতভাবে গণমাধ্যমের কাছে সরবরাহ করে ফায়দা নেওয়া চেষ্টা করেছে। সংবাদ সম্মেলনে ‘ষড়যন্ত্রকারী’ এসব নেতার বিরুদ্ধে কেন্দ্রকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি ‘পদ-বাণিজ্য’: বরগুনা বিএনপির ৪ নেতার বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ’ শিরোনামে আজকের পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশিত হয়।

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ