হোম > সারা দেশ > ঝালকাঠি

কাঠালিয়ায় ৩ ইটভাটাকে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি  

কাঠালিয়ায় গুঁড়িয়ে দেওয়া হয় ইটভাটা। ছবি: সংগৃহীত

ঝালকাঠির কাঠালিয়ায় তিন ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানাসহ পাঁচ ইটভাটাকে বন্ধ ঘোষণা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অনুমোদনহীন ভাটা স্থাপন করে জ্বালানি হিসেবে কাঠ ও ড্রাম চিমনি ব্যবহারের অপরাধে এই দণ্ড দেওয়া হয়।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার কাঠালিয়া সদর ও শৌলজালিয়া ইউনিয়নে এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম। এ সময় ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের পরিচালক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযানে কাঠালিয়া থানা-পুলিশ, এপিবিএন পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।

এ সময় অবৈধভাবে ইটভাটা স্থাপন করে জ্বালানি হিসেবে কাঠ ও ড্রাম চিমনি ব্যবহারের অপরাধে এস এস বি ব্রিকসের মালিক মো. শহিদুল ইসলাম, এম সি ব্রিকসের মালিক আব্দুস সালাম গাজী, এম এম ব্রিকসের মালিক মো. চুন্নু ফকিরকে ১ লাখ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

তা ছাড়া, কে বি এফ ব্রিকস ও মেসার্স কে এস বি এন্টারপ্রাইজসহ ৫টি ইটভাটার কাঁচা ইট এবং ড্রাম চিমনি ধ্বংস করে দেওয়া হয়।

এ বিষয়ে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অবৈধভাবে ইটভাটা স্থাপন বা তৈরির সুযোগ নেই। পরিবেশের ক্ষতিকারক ইটভাটায় অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ