হোম > সারা দেশ > ঝালকাঠি

কাঠালিয়ায় ৩ ইটভাটাকে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি  

কাঠালিয়ায় গুঁড়িয়ে দেওয়া হয় ইটভাটা। ছবি: সংগৃহীত

ঝালকাঠির কাঠালিয়ায় তিন ইটভাটাকে দেড় লাখ টাকা জরিমানাসহ পাঁচ ইটভাটাকে বন্ধ ঘোষণা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অনুমোদনহীন ভাটা স্থাপন করে জ্বালানি হিসেবে কাঠ ও ড্রাম চিমনি ব্যবহারের অপরাধে এই দণ্ড দেওয়া হয়।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার কাঠালিয়া সদর ও শৌলজালিয়া ইউনিয়নে এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম। এ সময় ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের পরিচালক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযানে কাঠালিয়া থানা-পুলিশ, এপিবিএন পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আনসার সদস্যরা সহযোগিতা করেন।

এ সময় অবৈধভাবে ইটভাটা স্থাপন করে জ্বালানি হিসেবে কাঠ ও ড্রাম চিমনি ব্যবহারের অপরাধে এস এস বি ব্রিকসের মালিক মো. শহিদুল ইসলাম, এম সি ব্রিকসের মালিক আব্দুস সালাম গাজী, এম এম ব্রিকসের মালিক মো. চুন্নু ফকিরকে ১ লাখ ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

তা ছাড়া, কে বি এফ ব্রিকস ও মেসার্স কে এস বি এন্টারপ্রাইজসহ ৫টি ইটভাটার কাঁচা ইট এবং ড্রাম চিমনি ধ্বংস করে দেওয়া হয়।

এ বিষয়ে কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অবৈধভাবে ইটভাটা স্থাপন বা তৈরির সুযোগ নেই। পরিবেশের ক্ষতিকারক ইটভাটায় অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

ঝালকাঠিতে বরিশাল-পিরোজপুর মহাসড়ক অবরোধ

অবশেষে সেই শখের হাঁসটি নারীকে ফেরত দিলেন এনজিও কর্মকর্তারা

নির্বাচন বানচালের লক্ষ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: আলতাফ হোসেন চৌধুরী

গুলিবিদ্ধ হওয়ার রাতেই হাদির গ্রামের বাড়িতে চুরি

জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গতি তৈরি করে গেছেন আল্লামা সাঈদী: সাদিক কায়েম

বাকেরগঞ্জে একই ঘরে ৩ জন অচেতন, বৃদ্ধার লাশ উদ্ধার

বাবুগঞ্জে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

মা-মেয়ে খুন: প্রথমবার শ্বশুরবাড়িতে গৃহকর্মী আয়েশা, ফিরলেন গ্রেপ্তার হয়ে

শখের হাঁসটি ধরে নিয়ে গেলেন এনজিও কর্মীরা

৮ দফা দাবিতে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা শিক্ষার্থীদের