হোম > সারা দেশ > ঝালকাঠি

নিখোঁজের ২ দিন পর পুকুর থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি  

আফরোজা খানম ফোরকোন। ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের দুইদিন পর আফরোজা খানম নামে সাবেক এক মহিলা ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয়রা নিহতের বাড়ীর পাশ্ববর্তী একটি পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, নিহত ইউপি সদস্য আফরোজা খানম (৬০) উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের দেওপাশা গ্রামের আ. ওহেদ খানের মেয়ে। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

গত শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে নিখোঁজ ছিলেন। আফরোজা খানম ২০১১-১৬ সালে সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আফরোজা খানমের ভাইয়ের ছেলে ফয়সাল খান আমান আজকের পত্রিকাকে বলেন, আমার ফুফু গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন। এ ব্যাপারে গতকাল রোববার নলছিটি থানায় একটি সাধারণ ডায়রি করেছি। আজকে পাশ্ববর্তী একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আমার ফুফুর একমাত্র মেয়ে ছন্দা আক্তার কয়েকমাস পূর্বে মারা যান। এরপর থেকেই সে মানসিকভাবে ভেঙে পরেন।

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস ছালাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা পুকুরে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছি। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানার একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ

ববি শিক্ষার্থীকে আত্মহত্যায় বাধ্য করার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবি

বরিশাল সিটির সাবেক মেয়র সাদিকের বিরুদ্ধে দুদকের মামলা