হোম > সারা দেশ > ঝালকাঠি

মসজিদের নির্মাণাধীন মিনার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি  

প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুরে মসজিদের মিনার তৈরির কাজ করতে গিয়ে পা পিছলে পড়ে আলম হাওলাদার (৬০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২ জুন) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে রাজাপুর থানাধীন মেডিকেল মোড় এলাকায় নুর ইসলাম খলিফা বাড়ির বাইতুল হাম জামে মসজিদে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিক উপজেলার পার গোপালপুর গ্রামের মৃত আমজেদ আলী হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, আলম হাওলাদার মিনারের সেন্টারিংয়ের কাজ করছিলেন। তাঁর সঙ্গে ছিলেন অপর নির্মাণশ্রমিক মো. শাহজালাল। কাজের সময় হঠাৎ পা পিছলে আলম হাওলাদার নিচে খলিফা বাড়ির পাকা রাস্তায় পড়ে যান। এতে মাথার পেছনে গুরুতর আঘাত পান তিনি। সঙ্গে থাকা শ্রমিক শাহজালাল তাৎক্ষণিকভাবে তাঁকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন। আজকের পত্রিকাকে তিনি বলেন, মসজিদের মিনারের নির্মাণকাজ করতে গিয়ে পিছলে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ