হোম > সারা দেশ > ঝালকাঠি

স্ত্রী ছেড়ে যাওয়ায় জীবন্ত কবরে বসবাসের চেষ্টা, উদ্ধার করলেন স্থানীয়রা

ঝালকাঠি প্রতিনিধি

ভালোবেসে বিয়ে করার পরও স্ত্রী চলে গেছে বাপের বাড়িতে। আর সেই দুঃখে নিজেই কবর খুঁড়ে তার মধ্যে ঠাঁই নেওয়ার চেষ্টা করেছেন কাবিল ফকির (৩৮) নামে এক যুবক। পরে এলাকাবাসী তাঁকে কবর থেকে উদ্ধার করে ঘরে তুলে দিয়েছেন বলে জানা গেছে। গতকাল সোমবার ঝালকাঠি জেলা নলছিটি উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা বলছে, নিজে কবর খুঁড়ে, বাঁশ কেটে জীবন্ত কবরের ভেতর অবস্থান নিতে চেষ্টা চালায় ওই যুবক। কাবিল ফকির পেশায় একজন কাঠমিস্ত্রি। কয়েক বছর আগে ঈশ্বরকাঠি গ্রামের রসূল ফকিরের ছেলে মো. কাবিল ফকির একই উপজেলার পাওতা গ্রামের দেনছের আলী হাওলাদারের মেয়ে আসমা বেগমকে বিয়ে করেন। এর কয়েক বছর পর আরও দুটি বিয়ে করেন কাবিল ফকির। তবে আসমাসহ তিন স্ত্রীকে নিয়েই বসবাস করে আসছিলেন তিনি। তবে কয়েক মাস আগে প্রথম পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী আসমা তাদের তিন বছর বয়সী একমাত্র সন্তানকে নিয়ে বাপের বাড়ি চলে যান। পরে তাকে কয়েকবার বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করা হলেও ব্যর্থ হন কাবিল। আর এ কারণেই জীবন্ত কবরে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান কাবিল।

এদিকে খবর পেয়ে সাংবাদিকেরা গেলে কাবিল তাদের বলেন, ‘ভালোবেসে আমি আসমাকে বিয়ে করেছি। আমার সাড়ে তিন বছরের একটি ছেলেও আছে। ওদের ছাড়া আমার জীবন বৃথা। ওদের না পেলে আমি কবরে বসেই মরে যাব। আর বেঁচে থেকে জীবন্ত লাশ হতে চাই না।’

এ ব্যাপারে ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ. কে. এম আবদুল হক বলেন, ‘কাবিল কিছুটা মানুষিক ভারসাম্যহীন। দীর্ঘদিন ধরেই সে নানা রকম পাগলামি করে আসছে। তবে নিজের কবর খোঁড়ার খবর পেয়ে আমি ওর অভিভাবকের সঙ্গে কথা বলে পারিবারিকভাবে বিষয়টি সমাধানের জন্য বলেছি।’ 

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা