হোম > সারা দেশ > পিরোজপুর

ঈদের দিন ঘুরতে বেরিয়ে বাইক থেকে ছিটকে পড়ে স্বামী নিহত, স্ত্রী আহত

পিরোজপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

পিরোজপুরের ইন্দুরকানীতে আজ সোমবার ঈদুল ফিতরের দিন ঘুরতে বেরিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত ও তাঁর স্ত্রী আহত হয়েছেন।

উপজেলার ইন্দুরকানী-চণ্ডীপুর সড়কের ফকিরবাড়ি জামে মসজিদসংলগ্ন এলাকায় বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মহিউদ্দিন তুহিন (২৫)। তিনি বালিপাড়া ইউনিয়নের ঢেপসাবুনিয়া গ্রামের রাসেল হাওলাদারের ছেলে। তাঁর আহত স্ত্রীর নাম মিম আক্তার।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মহিউদ্দিন ও তাঁর স্ত্রী মিম ঈদ উপলক্ষে মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। পথে মোড় ঘুরতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কবাতির খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে আরোহী মহিউদ্দিন ও মিম ছিটকে নিচে পড়ে যান। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিউদ্দিনকে মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রঞ্জন অধিকারী জানান, সড়ক দুর্ঘটনার শিকার যুবককে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মহিউদ্দিনের স্বজনেরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যেতে আবেদন জানিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর

নানা বিতর্কে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে