হোম > সারা দেশ > পটুয়াখালী

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে খাবার বিতরণ করলেন ছাত্রলীগ নেতা 

পটুয়াখালী প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬১তম জন্মদিন উপলক্ষে পটুয়াখালীতে দুস্থ ও গরিবদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার দুপুরের পর ফেসবুক লাইভে এসে জেলা ছাত্রলীগের সদস্য ও পৌর ছাত্রলীগ নেতা আমিনুর রহমান সিফাত খান শহরের ব্যামাগার মোড় এলাকার বেশি কিছু বাড়িতে এসব খাবার বিতরণ করেন। 

এ সংশ্লিষ্ট বেশ কিছু ভিডিও ক্লিপ ছাত্রলীগ নেতাদের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে। 

ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, বিতরণ করা প্রতিটি খাবার প্যাকেটে লেখা ছিল, বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী পৌর শাখার পক্ষ থেকে শিশু শহীদ শেখ রাসেলের ৬১তম জন্মদিন উপলক্ষে দুস্থ ও গরিবদের মাঝে খাবার বিতরণ। সৌজন্যে, আমিনুর রহমান সিফাত খান, সাবেক সহসম্পাদক ও সদস্য বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখা। 

ভিডিওতে সিফাত খান খাবার তুলে দেওয়ার সময় শেখ রাসেল ও শেখ হাসিনার জন্য দোয়া করতে বলছেন। 

এদিকে দীর্ঘদিন আড়ালে থাকার পর প্রকাশ্যে এসে সিফাত খানের এই দলীয় কর্মসূচিকে ঘিরে শহরে আলোচনার সৃষ্টি হয়েছে। গত ৫ আগস্টের পর থেকে ছাত্রলীগ নেতাদের এটাই কোনো প্রকাশ্যে অনুষ্ঠান; যা ফেসবুক লাইভে প্রচার করা হয়েছে। ৫ আগস্টের পর দায়ের করা বেশ কয়েকটি মামলার অন্যতম আসামি আমিনুর রহমান সিফাত খান। 

পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি শামীম চৌধুরী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ গত আওয়ামী লীগ সরকারের সময় সিফাত খান শিক্ষার্থী ও দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা–নির্যাতন করেছে। সে বেশ কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি। এরপরও কীভাবে সে প্রকাশ্যে দলীয় কর্মসূচির পালন করে তা ভাবার বিষয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এ বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত।’ 

এ বিষয় জানতে চাইলে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ বলেন, ‘আমরা খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করব।’

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ

বরিশাল বিমানবন্দর ওসমান হাদির নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ

নেছারাবাদে হাসপাতালে যাওয়ার ঘাট বন্ধ করে পাবলিক টয়লেট নির্মাণ, ভোগান্তিতে রোগীরা

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর