হোম > সারা দেশ > ঝালকাঠি

ঝালকাঠিতে তেলবাহী জাহাজে আগুন: একজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে তেলবাহী জাহাজ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার করা যায়নি। চার নিখোঁজের মধ্যে শুধু জাহাজের গিজার হৃদয়ের মরদেহ আজ রোববার উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও তিনজন। এদিকে গতকাল শনিবার উদ্ধার হওয়া অগ্নিদগ্ধ চারজনকে ঢাকায় আনা হয়েছে। 

নিখোঁজ ব্যক্তিরা হলেন জাহাজের মাস্টার রুহুল আমিন খান, সুপারভাইজার মাসুদুর রহমান বেল্লাল ও ড্রাইভার আকরাম হোসেন সরোয়ার। 

এর আগে গতকাল সুগন্ধা নদীতে সাগর নন্দিনী ২ তেলবাহী জাহাজ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর পর থেকেই নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু হয়। রাত থেকে তেল অপসারণের পর জাহাজের ডুবে যাওয়া অংশ ভেসে ওঠে। গতকাল তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ হয়েছিল। এর পর বিকেলে ডুবতে থাকে নদীতে। তবে রাতেই তেল অপসারণ করতে থাকায় ভেসে ওঠে। তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন জাহাজ-সংশ্লিষ্টরা। ১১ লাখ লিটার পেট্রল ও ডিজেল বোঝাই জাহাজ থেকে গতকাল মাঝ রাত পর্যন্ত ৪ লাখ লিটার তেল খালাস করা হয়েছে। 

স্বজনদের অভিযোগ, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার না করে জাহাজ ও তেল উদ্ধারে কাজ চালানো হচ্ছে। 

জাহাজ আপাতত নিরাপদ রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। জোয়ারের স্রোতে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. সেলিম। 

কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লে. কর্নেল শাফায়েত জানান, ইঞ্জিন রুম থেকে হৃদয় নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি সিলেটের হবিগঞ্জে। 

সাগর নন্দিনী গ্রুপের নির্বাহী পরিচালক মাহতাবুর রহমান জানান, আগুনে দগ্ধ চারজন চিকিৎসা নিচ্ছেন। যথাযথভাবে উদ্ধারকাজ চলছে।

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা