হোম > সারা দেশ > ভোলা

ভোলায় মোটরসাইকেল থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

ভোলা প্রতিনিধি

প্রতীকী ছবি

ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল থেকে পড়ে রুহুল আমিন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দুলারহাট থানার মুজিবনগর ইউনিয়নের জনতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ ইফতেখার।

নিহত রুহুল আমিনের বাড়ি মুজিবনগর ইউনিয়নের চর মোতাহার গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রুহুল আমিন একটি মোটরসাইকেলের পেছনে বসে লালমোহন উপজেলার গজারিয়ায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি স্বাভাবিক গতিতে চললেও বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল ছিল। তিনি মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যান। এ সময় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজনকে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে এসে তাঁকে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রুহুল আমিনের ছেলে আলমগীর জানান, তাঁর বাবা লালমোহন উপজেলার গজারিয়ায় তাঁর এক আত্মীয়ের বাড়িতে বেড়ানোর জন্য বাড়ি থেকে মোটরসাইকেলে সকাল ৯টার দিকে রওনা দেন। এর কিছুক্ষণ পরে মোটরসাইকেল থেকে পড়ে আহত হওয়ার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ইফতেখার জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি