হোম > সারা দেশ > বরিশাল

জাজিরা দুর্ঘটনা: ‘পরোপকারী’ রানার জন্য হাহাকার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

মানুষের প্রয়োজনে ছুটে এসে সহযোগিতা করতেন মাসুদ রানা। গতকাল সোমবারও অসুস্থ আত্মীয়কে সহযোগিতার জন্য তাঁর সঙ্গে অ্যাম্বুলেন্সে করে ঢাকা যাচ্ছিলেন তিনি। কিন্তু ঘাতক ট্রাক কেড়ে নিল তাঁর প্রাণ।

মঙ্গলবার ভোরের দিকে শরিয়তপুরের জাজিরায় ভাঙ্গা-ঢাকা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষের শিকার হয়েছিল যে অ্যাম্বুলেন্স, তাতে তিনি ছাড়াও রোগীসহ ছয় যাত্রীর মৃত্যু হয়। 

বরিশাল নগরের বাসিন্দা মাসুদ (৩০) তাঁর স্ত্রীকে নিয়ে নগরের আমতলা মোড় এলাকায় বিরিয়ানির দোকান পরিচালনা করতেন। পাশাপাশি ‘নবচেতনা’ নামে জাতীয় দৈনিকের বরিশাল প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তাঁরা গোঁড়াচাঁদ দাস সড়কে ‘রাবেয়া মঞ্জিলে’র চতুর্থ তলায় ভাড়ায় থাকতেন। 

মাসুদ রানার প্রতিবেশী সন্ধ্যা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘মাসুদ রানা পরোপকারী ছিলেন। মানুষের প্রয়োজনে রানা ভাই ছুটে এসে সহযোগিতা করতেন। সোমবার রাত ১২টার দিকে রানা ঢাকা যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে যান। তখন তাঁর স্ত্রী সিঁড়ি পর্যন্ত এগিয়ে দেয়। শেষ রাতে রানার মৃত্যু সংবাদ পান। স্বামীর মৃত্যুর সংবাদ শুনে স্ত্রী মালা সকাল ৬টায় আরেকটি অ্যাম্বুলেন্সে শরিয়তপুরে চলে যান।’ 

মাসুদ রানার স্বজন মেহেদি হাসান জানান, তাঁদের আত্মীয় আমেরিকাপ্রবাসী লুৎফন নাহার লিমার (৩০) মা জাহানারা বেগম বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। জাহানারার অবস্থা আশঙ্কাজনক হওয়া রাত ১টার দিকে তাঁকে নিয়ে লিমা অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তাদের সহযোগিতা করতে মাসুদ রানা সঙ্গে গিয়েছিলেন। দুর্ঘটনায় লিমা ও তাঁর মা জাহনারা বেগমও নিহত হয়েছেন। তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামে।

বরিশালের বিএম কলেজের সাবেক ভিপি মঈন তুষার আটক

আওয়ামী লীগের ভোট শতভাগ পাব, এ বিষয়ে নিশ্চিত: নুরুল হক নুর

নদীতীরের জীর্ণ ঘরে আলেয়া বেগমের একাকী সংগ্রাম

লালার দীঘি ভরাট বন্ধে পরিবেশ অধিদপ্তরের নোটিশ

পটুয়াখালী-১: বিএনপির পৌর ও তিন উপজেলা কমিটি স্থগিত

বাউফলে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বাউফলে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে অনির্দিষ্টকালের শাটডাউন

বরিশালের লালার দীঘি: পাড় দখল করে হাউজিং প্রকল্প

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ