হোম > সারা দেশ > বরিশাল

শর্তসাপেক্ষে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে গণসমাবেশের অনুমতি পেল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে শর্তসাপেক্ষে বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) বিএনপির গণসমাবেশ করার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী ৫ নভেম্বর এ উদ্যানে বিভাগীয় গণসমাবেশ করবে দলটি। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 

জানতে চাইলে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বিকেল সোয়া ৩টায় জানান, তাদের একটি প্রতিনিধি দল বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সঙ্গে দেখা করেছেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক নিজেই তাদের বেলস পার্ক এ (বঙ্গবন্ধু উদ্যান) সমাবেশ করার অনুমতি দিয়েছেন। 

তবে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বঙ্গবন্ধু উদ্যান ব্যবহারে কিছু শর্ত দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে, উদ্যানের মূলমঞ্চ ছেড়ে দিতে হবে। মঞ্চ থেকে ২০০ ফুট দুরে সমাবেশ করতে হবে। এ ছাড়া রাস্তায় জমায়েতের বিষয়েও শর্ত দিয়েছে বরিশাল জেলা প্রশাসন। 

এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার সাংবাদিকদের বলেন, ‘শৃঙ্খলা রক্ষা করে বিএনপিকে সমাবেশ শেষ করতে বলা হয়েছে।’ শর্তের বিষয়ে কোনো মন্তব্য না করে বলেন, ‘বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, মাঠ ছেড়ে রাস্তায় জমায়েত করবেন না।’ 

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ