বরিশালে শর্তসাপেক্ষে বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) বিএনপির গণসমাবেশ করার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী ৫ নভেম্বর এ উদ্যানে বিভাগীয় গণসমাবেশ করবে দলটি। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
জানতে চাইলে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বিকেল সোয়া ৩টায় জানান, তাদের একটি প্রতিনিধি দল বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সঙ্গে দেখা করেছেন। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক নিজেই তাদের বেলস পার্ক এ (বঙ্গবন্ধু উদ্যান) সমাবেশ করার অনুমতি দিয়েছেন।
তবে বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বঙ্গবন্ধু উদ্যান ব্যবহারে কিছু শর্ত দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে, উদ্যানের মূলমঞ্চ ছেড়ে দিতে হবে। মঞ্চ থেকে ২০০ ফুট দুরে সমাবেশ করতে হবে। এ ছাড়া রাস্তায় জমায়েতের বিষয়েও শর্ত দিয়েছে বরিশাল জেলা প্রশাসন।
এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার সাংবাদিকদের বলেন, ‘শৃঙ্খলা রক্ষা করে বিএনপিকে সমাবেশ শেষ করতে বলা হয়েছে।’ শর্তের বিষয়ে কোনো মন্তব্য না করে বলেন, ‘বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, মাঠ ছেড়ে রাস্তায় জমায়েত করবেন না।’