হোম > সারা দেশ > বরগুনা

পাথরঘাটায় ৮ কেজি গাঁজাসহ আটক ৪

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

গাঁজাসহ গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

‎বরগুনার পাথরঘাটায় আট কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড ও পাথরঘাটা থানার পুলিশ। রোববার বেলা ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

এর আগে গতকাল শনিবার দিবাগত রাত থেকে আজ রোববার সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে পাথরঘাটার কাকচিড়া থেকে তাদের আটক করা হয়।

আজ ‎রোববার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত দক্ষিণ কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা ও পাথরঘাটা থানার পুলিশের যৌথ অভিযানে কাকচিড়া ইউনিয়নের কাটাখালী বাজারসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৮ কেজি গাঁজা, ২টি ডিজিটাল ওয়েট মেশিনসহ চার মাদক কারবারিকে আটক করা হয়।‎

‎আটক ব্যক্তিরা হলেন মো. কামরুজ্জামান বাবু (৩২), মো. রুবেল মিয়া (৩১), মো. শাহীন ব্যাপারী (৪১) এবং মো. আল-আমিন (২০)। তাঁরা সবাই বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাসিন্দা।‎

‎আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

‎হারুন-অর-রশীদ আরও বলেন, উপকূলীয় অঞ্চলে মাদক ও চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোস্ট গার্ডের টহল কার্যক্রম ২৪ ঘণ্টা চালু রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঘন কুয়াশায় ভয়ংকর মেঘনা, এক রাতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি