হোম > সারা দেশ > বরগুনা

বেতাগীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে কারাদণ্ড

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার শ্রমিককে ছয় মাস করে কারাদণ্ড এবং ড্রেজার মালিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ শনিবার বেতাগী উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বিষখালী নদীর বদনিখালী চরে দিনব্যাপী অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার উপস্থিত ছিলেন। 

দন্ডপ্রাপ্তরা হলেন কাঠালিয়া উপজেলার আমুয়া এলাকার ছোনাউডা গ্রামের মো. জাহাঙ্গীর (৩২) ও পটুয়াখালী সদর উপজেলার ছোট বিগাই গ্রামের মো. রাহাদ (৩১)। তাদের প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিকেলে একই আদালত ড্রেজার মালিক কাঠালিয়া উপজেলার আমুয়া এলাকার সুনীল বাবুকে এক লাখ টাকা জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার এ আদেশ দেন। 

সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার আজকের পত্রিকাকে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার শ্রমিককে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আহমেদ আজকের পত্রিকাকে বলেন, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বুড়ামজুমদার এলাকার বদনীখালী চর সংলগ্ন বিষখালী নদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয় ৷ পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

দুমকীতে অটো-টমটম সংঘর্ষে নিহত ২, আহত ২

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ