পটুয়াখালীর মহিপুর থানার গঙ্গামতি সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিজাম হাওলাদার নামে এক জেলে মারা গেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত নিজাম হাওলাদার মহিপুরের ধুলাসার ইউনিয়নে নয়াকাটা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, আজ সকালে পাঁচ জেলে মিলে ট্রলার নিয়ে মাছ ধরতে যান। পরে সাগরে জাল ফেলার সময় নিজাম পানিতে পড়ে ডুবে যান। এ সময় ট্রলারে থাকা অপর দুজন জেলে সাগরে নেমে তাঁকে উদ্ধারের চেষ্টা করেন। অনেকক্ষণ চেষ্টার পরে মৃত অবস্থায় নিজামকে উদ্ধার করা হয়।
ওই ট্রলারে থাকা জামাল মাঝি বলেন, ‘আমি ট্রলারের স্টিয়ারিং হুইল (ছুকান) ধরা ছিলাম। নিজাম সাগরে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দুই জেলে নেমে উদ্ধারের চেষ্টা করেন। তাও নিজামকে বাঁচানো গেল না।’
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের বলেন, বিষয়টি জানার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।