হোম > সারা দেশ > বরিশাল

নেছারাবাদে যুবদল নেতার বিরুদ্ধে কর্মীর চাঁদাবাজির মামলা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

পিরোজপুরের নেছারাবাদে জাকির খান (৫০) নামের এক যুবদল নেতার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা করা হয়েছে। উপজেলার মৈশানি গ্রামের বাসিন্দা আল-আমীন ফেরদৌস নামের এক যুবদলকর্মী গত ৩ মার্চ রাতে মামলাটি করেছেন। গতকাল বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়।

মামলার বাদী আল-আমীন ফেরদৌস বলেন, ওই যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় রাস্তায় ফেলে তাঁকে মারধর করা হয়। এরপর তিনি মারধরসহ চাঁদাবাজির অভিযোগে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার সমেদয়কাঠি গ্রামের বাসিন্দা জাকির খান পাশের মৈশানি গ্রামের একটি জমির বিরোধ মেটাতে আল-আমীন ফেরদৌসের কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আল-আমীন সেই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ননী সরকারের ছেলে শম্ভু সরকারের কাছ থেকে তিনি ১০ হাজার টাকা চাঁদা নেন। বিষয়টি নিয়ে আল-আমীন ফেরদৌস ফেসবুকে পোস্ট দেন। তাতে ক্ষুব্ধ হয়ে আল-আমীনকে রাস্তায় পেয়ে বেদম মারধর করেন জাকির। এ সময় আল-আমীনের একটি দামি মোবাইল ফোনসহ ১০ হাজার টাকা ছিনিয়ে নেন তিনি।

জাকির খান রাজধানী ঢাকার বাড্ডা থানার একটি ওয়ার্ডের সহসভাপতি বলে জানা গেছে। তিনি বলেন, ‘মামলার বাদী মিথ্যা অভিযোগে আমার বিরুদ্ধে মামলা করেছে। আমি আইনিভাবে লড়ব।’

মামলার বাদী আল-আমীন ফেরদৌসের অভিযোগ, ‘জাকির খান এলাকায় দলের নাম ভাঙিয়ে যা ইচ্ছে তা করে বেড়াচ্ছেন। তাঁর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই হামলার শিকার হতে হচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন আজকের পত্রিকাকে বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তরমুজ ‘বিপ্লবে’ সারসংকট

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে মুলা পাঠালেন ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা

বরিশালে যুবকের লাশ হাসপাতালে রেখে পলায়ন, শরীরে পোড়া দাগ, গ্রেপ্তার ৩

বরিশাল সিটি করপোরেশন: চাকরি স্থায়ীকরণের দাবিতে নগর ভবনে বিক্ষোভ, কর্মবিরতির ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন ১৪ ফেব্রুয়ারি

নির্বাচন নিয়ে টালবাহানা করলে মানুষ উৎখাত করবে: চরমোনাই পীর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে র‍্যাগিং, তদন্তে ৪ সদস্যের কমিটি

বাউফলে অজ্ঞাত রোগে ৬ মহিষের মৃত্যু

সমতল জমিতে কমলা চাষে সফল দশমিনার আনিছুর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫ শিক্ষার্থীর বিরুদ্ধে র‍্যাগিংয়ের অভিযোগ