হোম > সারা দেশ > বরগুনা

বেতাগীতে সংবাদ প্রকাশের পর ইটভাটায় অভিযান, জরিমানা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বেতাগীতে সংবাদ প্রকাশের পর ইটভাটায় অভিযান। ছবি: আজকের পত্রিকা

বরগুনার বেতাগীতে সংবাদ প্রকাশের পর ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। চারটি ইটভাটার মালিককে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার বিকেলে বেতাগী উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত মেসার্স আর এম ব্রিকস, মেসার্স জালাল এন্টারপ্রাইজ, মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও মেসার্স হাওলাদার ব্রিকস নামের চারটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরমান ভূঁইয়া।

গত ৭ জানুয়ারি দৈনিক আজকের পত্রিকায় ‘বেতাগীতে ইটভাটায় পুড়ছে কাঠ, হুমকিতে পরিবেশ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। এর পরে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র গোলাম কবিরের মালিকানাধীন মেসার্স আর এম ব্রিকস ইটভাটাসহ অন্যান্য ইটভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। এ ছাড়া কাঠ কাটার জন্য এসব ভাটার ভেতরে করাতকলও বসানো হয়েছে। এমন অভিযোগে এসব ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার মালিকদের ১ লাখ ২৫ হাজার লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিবসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরমান ভূঁইয়া বলেন, ‘ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো হচ্ছিল—এমন অভিযোগের প্রেক্ষিতে বেতাগী উপজেলার চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার মালিকদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থকবে।’

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ