হোম > সারা দেশ > বরগুনা

বেতাগীতে সংবাদ প্রকাশের পর ইটভাটায় অভিযান, জরিমানা

বেতাগী (বরগুনা) প্রতিনিধি

বেতাগীতে সংবাদ প্রকাশের পর ইটভাটায় অভিযান। ছবি: আজকের পত্রিকা

বরগুনার বেতাগীতে সংবাদ প্রকাশের পর ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। চারটি ইটভাটার মালিককে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার বিকেলে বেতাগী উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত মেসার্স আর এম ব্রিকস, মেসার্স জালাল এন্টারপ্রাইজ, মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও মেসার্স হাওলাদার ব্রিকস নামের চারটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরগুনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরমান ভূঁইয়া।

গত ৭ জানুয়ারি দৈনিক আজকের পত্রিকায় ‘বেতাগীতে ইটভাটায় পুড়ছে কাঠ, হুমকিতে পরিবেশ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়। এর পরে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র গোলাম কবিরের মালিকানাধীন মেসার্স আর এম ব্রিকস ইটভাটাসহ অন্যান্য ইটভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। এ ছাড়া কাঠ কাটার জন্য এসব ভাটার ভেতরে করাতকলও বসানো হয়েছে। এমন অভিযোগে এসব ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার মালিকদের ১ লাখ ২৫ হাজার লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিবসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরমান ভূঁইয়া বলেন, ‘ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো হচ্ছিল—এমন অভিযোগের প্রেক্ষিতে বেতাগী উপজেলার চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটার মালিকদের অর্থদণ্ড দেওয়া হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থকবে।’

নলছিটি লঞ্চঘাট ওসমান হাদির নামে নামকরণ

বরিশালের ঐতিহ্যবাহী বিবির পুকুরে ভেসে উঠছে মরা মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ

গৌরনদীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

পিরোজপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক ভিপি মাহমুদ হোসেন

ভোলায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

পিরোজপুরে সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ ইসলামী আন্দোলনের

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকারি খাল দখল, অবৈধ দোকানঘর নির্মাণ

খালের পাড় থেকে ৪৫০ বস্তা আলু জব্দ