হোম > সারা দেশ > বরগুনা

বরগুনায় মাদক বিরোধী অভিযানে শ্রমিকলীগ নেতাসহ গ্রেপ্তার ২

পাথরঘাটা(বরগুনা) প্রতিনিধি  

সাবেক ইউপি সদস্য হেলাল ও শ্রমিকলীগ নেতা মোস্তাফিজুর রহমান সোহেল (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় উপজেলা শ্রমিকলীগের সভাপতিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে পাথরঘাটা পৌরশহরের ৬ নম্বর ওয়ার্ডের বিএফডিসি সংলগ্ন একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ইয়াবাসহ মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়।

আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের নুরুল আমিনের ছেলে পাথরঘাটা উপজেলা আওয়ামী শ্রমিক লীগের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র মোস্তাফিজুর রহমান সোহেল (৪২) ও পাথরঘাটা সদর ইউনিয়নের ছৈলাতলা এলাকার আব্দুল কালাম কাজীর ছেলে সাবেক ইউপি সদস্য হেলাল কাজী (৪০)।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, পাথরঘাটা থানা-পুলিশের একটি টিম মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকার সময় জানতে পারে কিছু মাদক কারবারি একটি ঘরের মধ্যে মাদক কেনাবেচা করছেন। এ সময় মোস্তাফিজুর রহমান সোহেলের বাসায় তল্লাশি চালায় পুলিশ। অভিযানে ১৫ পিস ইয়াবা এবং মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। একই সঙ্গে মোস্তাফিজুর রহমান সোহেল এবং হেলাল কাজীকে গ্রেপ্তার করা হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক, ধর্ষণ ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মামলা দিয়ে আজ সোমবার আদালতে পাঠানো হবে।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ