হোম > সারা দেশ > পিরোজপুর

যুব উন্নয়নের কোয়ার্টারে মিলল যুবকের ঝুলন্ত লাশ

পিরোজপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

পিরোজপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের ডরমিটরি থেকে মামুন মিয়া (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সদর উপজেলা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃতের পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের কারণে মামুন ‘আত্মহত্যা’ করেছেন।

মামুন মিয়া মঠবাড়িয়া উপজেলার তুষখালীর জমাদ্দার বাড়ি এলাকার মো. মাহবুব হাওলাদারের ছেলে। তিনি পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের ইলেকট্রিক ট্রেডের আউটসোর্সিংয়ের কাজ করতেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মামুন মিয়ার চলতি বছরের জানুয়ারি মাসে মোংলায় চৈতি মিম নামের এক মেয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে নববধূর সঙ্গে মামুনের বনিবনা হচ্ছিল না।

এ নিয়ে সব সময় মামুন মানসিক বিষণ্নতায় ভুগতেন। ছুটিতে বাড়ি গেলেও ঈদের দিন রাতে তিনি তাঁর কর্মস্থলে ফিরে আসেন। আজ সকালে ডরমিটরির অন্য রুমের বাসিন্দারা তাঁকে ডেকে কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে তাঁকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মৃতের বোন মারুফা বলেন, ‘আজ সকালে আমার সঙ্গে কথা হয়। বারবার বলছিল, বউয়ের জন্য আমার জীবনটাই শেষ, আমি মনে হয় আর বাঁচব না। দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রণায় ভুগছিল আমার ভাই।’

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সোবাহান বলেন, লাশ উদ্ধারের সময় মামুন ফ্যানের সঙ্গে ঝুলছিলেন। গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছেন তিনি। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন: আলী রীয়াজ

গৌরনদীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সাংবাদিকেরা ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না: বরিশালের এসপি

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

বাউফলে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

বরিশাল-৩ আসনের বিএনপি প্রার্থী জয়নুলের সহযোগী আইনজীবীকে মারধর

ব্যারিস্টার ফুয়াদ নির্বাচনে আর্থিক সহযোগিতা পেয়েছেন ৩৯ লাখ, ব্যয়সীমা ৩৩ লাখ

বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অগ্নিকাণ্ড

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা

বরিশাল সিটি করপোরেশনের ৫১ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীকরণ