হোম > সারা দেশ > ঢাকা

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্র পরিচয়ে কিছু মানুষ মিছিল দিয়ে বাড়িটিতে ঢুকে তল্লাশি চালায়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর গুলশানের একটি বাড়িতে গতকাল মঙ্গলবার মধ্যরাতে দরজা ভেঙে ঢুকে পড়েন শতাধিক ব্যক্তি। বাড়িটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বলে দাবি করেন তাঁরা। ওই বাড়িতে গণ–অভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যাকারীরা আশ্রয় নিয়েছে এবং অবৈধ অস্ত্র লুকানো আছে—এমন তথ্যের ভিত্তিতে ‘তল্লাশি’ করতে ঢুকেছেন বলে জানান তাঁরা। ঘণ্টাখানেক তল্লাশি চলার পর রাত দেড়টার দিকে ঘটনাস্থলে হাজির হন সেনা সদস্যরা।

আজ বুধবার ভোরে গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই) আজকের পত্রিকা’কে জানান, গুলশানে তানভীর ইমামের বাড়ি সন্দেহে অবৈধ টাকা, অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে থাকার অভিযোগে রাত ১২টার দিকে ‘ছাত্র’ পরিচয়ে কিছু ব্যক্তি মিছিল নিয়ে ওই বাড়িতে ঢুকে পড়েন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

তিনি আরও জানান, বাড়িটির সবকিছু তছনছ করা হয়েছে। বাসায় তেমন কিছুই পাওয়া যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।

গতকাল মধ্যরাতে রাজধানীর গুলশান-২-এ শাহাবুদ্দিন পার্কের পাশের বাড়িটির সামনে বিপুলসংখ্যক লোক জড়ো হয়। পরে ওই বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায় তারা। দরজা ভেঙে ঢুকে পড়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, ‘আওয়ামী লীগের দালাল’ স্লোগান দিয়ে দরজা ভেঙে কিছু লোক বাসাটিতে ঢুকছে। তারা আলমারি, জুতার বাক্স, বিছানাপত্র সব ওলটপালট ও তছনছ করে। এ সময় সেখানে পুলিশ সদস্য থাকলেও তাদের কোনো তৎপরতা দেখা যায়নি।

তানভীর ইমাম শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়নে দশম ও একাদশ সংসদে তিনি এমপি হয়েছিলেন। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাননি।

ছাত্র পরিচয়ে কিছু মানুষ মিছিল দিয়ে বাড়িটিতে ঢুকে তল্লাশি চালায়। ছবি: আজকের পত্রিকা

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্যান্য মন্ত্রী ও সংসদ সদস্যদের মতো তানভীর ইমাম ও তাঁর পরিবারের দুর্নীতি অনুসন্ধানে নামে দুদক। গত বছরের ৮ অক্টোবর দুদকের আবেদনে তানভীর ও তাঁর স্ত্রী মাহিনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। এরপর গত ১৯ ফেব্রুয়ারি এই দম্পতি এবং তাঁদের মেয়ের ৬৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। তানভীর ইমাম, তাঁর স্ত্রী মাহিন ইমাম ও মেয়ে মানিজা ইসমত ইমামের নামে থাকা এসব হিসাবে ২০ কোটি ২৯ লাখ ৭৯ হাজার টাকা রয়েছে। এ ছাড়া তাঁদের নামে থাকা স্থাবর সম্পদ জব্দের আদেশও দিয়েছেন আদালত।

আরও খবর পড়ুন:

আড়িয়াল খাঁ নদের তীর থেকে অটোরিকশাচালকের রক্তাক্ত লাশ উদ্ধার

৬৭ বছর পর রামেক হাসপাতালে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

চাঁদপুরে নতুন ভোটারদের নিয়ে ‘নির্বাচনী অলিম্পিয়াড’

চায়ের দোকানে চলে একটি বাতি-ফ্যান, বিদ্যুৎ বিল এল সাড়ে ৫৫ হাজার টাকা

বাসার বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

অটোরিকশাকে চাপা দিল বাস, প্রাণ গেল শিশুসহ চারজনের

হাতিয়ায় ৫৬০০ কেজি জাটকা ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

মাঠে পড়ে ছিল মাছ ব্যবসায়ীর রক্তাক্ত লাশ

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার