হাসান জামিল
জ্যামে দাঁড়িয়ে থাকা বাসগুলো
টানা বিষ্টিতে ভিজে যাচ্ছে
ভেজা ট্রাফিক পুলিশ
যেন রমনার রেইনট্রি
ডালে বসে থাকা ভেজা কাক
হাতে শীতল বাঁশি
এই যে বিষ্টি বিষ্টির তোড়ে
সব ভুলে গেছে ভিজে কাকটা
হাতে কুঞ্চন পানি হাঁটুতে
তুমি ব্যস্ত গায়ে ল্যাপটা
ভিজে গেছে ভেজা সবটা
সাদা জামাটা সামলাতে
নাচে শিশু দূর বারান্দায় দেখে বিষ্টি
থাকা আটকে এই বাসটায়
মুখে গালি, চোখ ঘড়িটায়
অফিসযাত্রী
এই যে ঢাকা বড় শহর
এই যে ব্যস্ত প্রতি প্রহর
এই যে ঢাকায় লোকের মাথায়
কেন পড়ে কেন পড়ে
ভেজা বিষ্টি
এই দিনটায়!