হোম > শিল্প-সাহিত্য > কবিতা

বৃষ্টিভেজা 

শাহরিয়ার শাহাদাত


আকাশ কালো মনিটর
মেঘলা সারা দুপুর ভর  
শর্ষে-ইলিশ রান্নাঘর 
টুপটাপ টুপ ঝরঝর 
বৃষ্টি ভিজে আসল জ্বর।

ধিনতানা ধিন ধিনতানা
আকাশ মেঘের বিছানা
আইফা-মণি ভিজল সাথে
নাচল দুটি ফড়িংছানা।
শিয়াল ডাকে হুক্কাহুয়া 
ডানা ঝেড়ে উড়াল দিল
বৃষ্টিভেজা কাকাতুয়া।

তৌহিদুল হকের গুচ্ছ কবিতা

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

স্বৈরাচারের স্বর্গলাভ

কফিনামা

অমাবস্যা 

লুইজ এলিজাবেথ গ্ল্যিকের একগুচ্ছ কবিতা 

উৎপাতশূন্যতন্ত্রী

আকাঙ্ক্ষাপত্র

দিব্যি বেঁচে আছি

নাগিনডান্স | বিকেল | রিসাইকেল বিন