হোম > শিল্প-সাহিত্য > কবিতা

ফসিল

জুয়েল মাজহার

দু-হাত শেকড় যেন। শেকড়ের বাঁকানো আঙুল
তাল তাল অন্ধকার খুঁড়ে নিরুপাধি অতলে নেমেছে

ভূতলের বহুস্তর নিচে
ক্ষীণকটি সুন্দরীর গ্রীবা, চিনাংশুকে আবৃত প্রতিমা
আগ্নেয় ফসিলরূপে উঠে আসবে আঙুল-শেকড়ে 

প্ররোচক হাসি তার বাতাসে ভাসবে চিরকাল

কল্প প্রহরে তার দানব-প্রেমিক পিঙ্গল বাদামি যোনিপটে
 এঁকে যাবে শৃঙ্গারের অব্যয় আরতি

আর সেই অশরীরী ঘোর উন্মাদিনী
একাকী নির্জন পথে হেঁটে যেতে যেতে
ছড়াবে বাতাসে ধীরে লালাবির মতো মঞ্জু গান

আর দূর পর্বতের আধো-নীল ধাপে
প্রেমিকের খুলির ওপরে রেখে যাবে অলাত রুধির

বুকে-জমা গুলেনার, গোপন রতির পোখরাজ

তৌহিদুল হকের গুচ্ছ কবিতা

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

স্বৈরাচারের স্বর্গলাভ

কফিনামা

অমাবস্যা 

লুইজ এলিজাবেথ গ্ল্যিকের একগুচ্ছ কবিতা 

উৎপাতশূন্যতন্ত্রী

আকাঙ্ক্ষাপত্র

দিব্যি বেঁচে আছি

নাগিনডান্স | বিকেল | রিসাইকেল বিন