হোম > শিল্প-সাহিত্য > কবিতা

দ্য ওয়াটার টাওয়ার

নানা আবুলাদজে

(১৮৭১ সালে শিকাগো অগ্নিকাণ্ডের পর 
ওই শহরে যে একটি ইমারত টিকে ছিল, 
সেটির নাম দ্য ওয়াটার টাওয়ার।)

শিকাগোতে
বাতাস জ্ঞানী,
কিন্তু কিছু ইমারত আরও বেশি জ্ঞানী।
আমি তাদের একজন:
আমি সেই ক্ষত,
আমার দিকে তাকালেই তুমি
শহরটাকে চিনতে পারো
যে মৃতদের মধ্যে থেকে উঠে দাঁড়িয়েছে,
যার পুনর্জন্ম হয়েছে আগুনের আত্মা থেকে।

শিকাগোতে
বাতাস শাশ্বত,
কিন্তু কিছু ইমারত বাঁচে বাতাসের চেয়ে বেশি
তাদের একজন আমি:
উদ্ধতদের মাঝে সবচেয়ে বিনয়ী,
কাচ আর ইস্পাতের মাঝে
শিলা ও পাথর।

শিকাগোতে
আমি নতুনভাবে শুরু করি প্রতিদিন
আমার শুরুর
কোনো শেষ নেই।

তৌহিদুল হকের গুচ্ছ কবিতা

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

স্বৈরাচারের স্বর্গলাভ

কফিনামা

অমাবস্যা 

লুইজ এলিজাবেথ গ্ল্যিকের একগুচ্ছ কবিতা 

উৎপাতশূন্যতন্ত্রী

আকাঙ্ক্ষাপত্র

দিব্যি বেঁচে আছি

নাগিনডান্স | বিকেল | রিসাইকেল বিন