হোম > শিল্প-সাহিত্য > কবিতা

পোস্ট-ট্রুথ পৃথিবীতে আমাকে ছুঁয়ে দেখ

জাহিদ হায়দার

মানুষের যাপন-ভাঙন বুঝে 
পাখি বলে গেল,
       অনেক উত্তর-যুগ শুরু হয়ে গেছে, 
       শস্যকণা রেখেছ কোথায়?     
       প্রহরগুলি হৃদয়রক্তমাংসক্ষরণ।

ঘুমের শীতল বাহুতে ডুবে না থাকা,
খিদের স্বাদের সঙ্গে কথা বলা,
স্বপ্নকে পেছনে আর সামনে রেখে 
        বিপন্নের হাত ধরা
ইত্যাদি হিতকর আজও।

প্রকৃত অতীতে
কৃষির জননী
পশুর পালিকা
দৌড়ানো খুরের সঙ্গে
        দেখেছে উত্তর-যুগ। 

পোস্ট-ট্রুথ পৃথিবীতে আমাকে ছুঁয়ে দেখ
আমি তোমার মানুষ কি না।

তৌহিদুল হকের গুচ্ছ কবিতা

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

স্বৈরাচারের স্বর্গলাভ

কফিনামা

অমাবস্যা 

লুইজ এলিজাবেথ গ্ল্যিকের একগুচ্ছ কবিতা 

উৎপাতশূন্যতন্ত্রী

আকাঙ্ক্ষাপত্র

দিব্যি বেঁচে আছি

নাগিনডান্স | বিকেল | রিসাইকেল বিন