হোম > শিল্প-সাহিত্য > কবিতা

ক্রৌঞ্চমিথুন

নির্মলেন্দু গুণ

ক্রৌঞ্চ–মৈথুনের মর্মার্থ
বুঝতেন ঋষি বাল্মীকি।
সময়ের সাহস কত,
সে আমাদের শাসায়!
সময় কে? সময় কী?
না মানলে সে কিচ্ছু না।

সময় যা বলে বলুক,
কে শোনে তার কথা?

সময়কে বুঝিয়ে বলো–
তুমি কোন ছার হে? 
স্বর্গকেও তুচ্ছ মানে
সঙ্গমের মদিরমুগ্ধতা। 

তৌহিদুল হকের গুচ্ছ কবিতা

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

স্বৈরাচারের স্বর্গলাভ

কফিনামা

অমাবস্যা 

লুইজ এলিজাবেথ গ্ল্যিকের একগুচ্ছ কবিতা 

উৎপাতশূন্যতন্ত্রী

আকাঙ্ক্ষাপত্র

দিব্যি বেঁচে আছি

নাগিনডান্স | বিকেল | রিসাইকেল বিন