নির্মলেন্দু গুণ
ক্রৌঞ্চ–মৈথুনের মর্মার্থবুঝতেন ঋষি বাল্মীকি।সময়ের সাহস কত,সে আমাদের শাসায়!সময় কে? সময় কী?না মানলে সে কিচ্ছু না।
সময় যা বলে বলুক,কে শোনে তার কথা?
সময়কে বুঝিয়ে বলো–তুমি কোন ছার হে? স্বর্গকেও তুচ্ছ মানেসঙ্গমের মদিরমুগ্ধতা।