হোম > শিল্প-সাহিত্য > কবিতা

ইয়ের ছড়া

রোমেন রায়হান

ইয়ের সাথে ইয়ের বিয়ে, বিয়ের অনুষ্ঠানে
চলে এলাম পেটটা ভরে ইয়ে খাওয়ার টানে।

জায়গাটা তো বিশাল ইয়ে! আয়োজনও ইয়ে!
শয়ে শয়ে ঢুকছে ইয়ে তিন-চার গেট দিয়ে।
ছোট-বড় ইয়ের প্যাকেট লোকের হাতে হাতে
আমার ইয়ে বাবলু দেখি ঢুকছে সবার সাথে!
বাবলু ঢুকেই মারল গুঁতো, বলল, ইয়ে কমা!
এত ইয়ে খেলে পেটে ইয়েই হবে জমা।  

আমি বলি ইয়ে থামা, চল বসে যাই খেতে
ইয়ে খাওয়ার জন্য দুজন বসছি ইয়ে পেতে।
চলে এল গরম ইয়ে, দিচ্ছে আলু উঁকি
হামলে পড়ি, কিসের পেটে ইয়ে জমার ঝুঁকি!
আমিও খাই, বাবলুও খায়, খাওয়া অনেক ইয়ে
জর্দার যা ইয়ে ছিল আমিই নিলাম নিয়ে। 
ঢেকুর তুলে বাবলু বলে তুই তো ইয়ে ভারী!
ইচ্ছা করে তোকে তুলে জোরছে ইয়ে মারি। 

ইয়ে থেকে উঠতে যাব, ওয়েটারে এসে
বলল, ইয়ে! বলার আগে একটু নিল কেশে!
ইয়ে হাতে যোগ করল মাথা-টাথা নুয়ে
একটু বসুন, ইয়ে দিয়ে ইয়েটা দিই ধুয়ে। 
ইয়ে ধুয়ে পকেট থেকে বের করল ইয়ে
বলল, ইয়ে মুছে ফেলুন এই ইয়েটা দিয়ে।

আমি তাকাই ইয়ের দিকে, ইয়ের মুখে হাসি
পয়সা গেলেও বিয়ের ইয়ে বড্ড ভালোবাসি।

তৌহিদুল হকের গুচ্ছ কবিতা

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

স্বৈরাচারের স্বর্গলাভ

কফিনামা

অমাবস্যা 

লুইজ এলিজাবেথ গ্ল্যিকের একগুচ্ছ কবিতা 

উৎপাতশূন্যতন্ত্রী

আকাঙ্ক্ষাপত্র

দিব্যি বেঁচে আছি

নাগিনডান্স | বিকেল | রিসাইকেল বিন