হোম > শিল্প-সাহিত্য > কবিতা

চুনোপুঁটির বিশ্বকাপ

আহমেদ সাব্বির

বিশ্বকাপে মেতেছে বড়রা
সেই সাথে চুনোপুঁটি
একটাই ঘর একটাই ছাদ
পতাকা উড়ছে দুটি। 

ড্রইংরুমে একটাই টিভি
একটাই সোফাসেট
ফুটবল রেখে রিমোটের দিকে 
দুজনেরই টার্গেট।

ফুটবল হাতে চুনোটা করছে
চেঁচামেচি শোরগোল
হলুদ জার্সি পরে সে বলছে
মেসি ভাই দাও গোল। 

ছোট্ট পুঁটির একই উল্লাস
ঘরজুড়ে চিৎকার  
নীল জার্সিতে চুমু খেয়ে বলে
নেইমার নেইমার। 

চুনো আর পুঁটি উল্টো সাপোর্ট
জার্সিতে নেই মিল
আব্বু ওদের আর্জেন্টিনা
আম্মুটা ব্রাজিল।

তৌহিদুল হকের গুচ্ছ কবিতা

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

স্বৈরাচারের স্বর্গলাভ

কফিনামা

অমাবস্যা 

লুইজ এলিজাবেথ গ্ল্যিকের একগুচ্ছ কবিতা 

উৎপাতশূন্যতন্ত্রী

আকাঙ্ক্ষাপত্র

দিব্যি বেঁচে আছি

নাগিনডান্স | বিকেল | রিসাইকেল বিন