মেহেদী ধ্রুব
আমাকে ভালোবাসো?
তাহলে মুখে বলো না
আমার চোখ, আমার কণ্ঠস্বর
আমার নিশ্বাস অনুবাদ করো।
আমাকে ভালোবাসো?
তাহলে মুখে বলো না
আমার নাড়ির দিকে দেখো
দেখো কোনখানে পোঁতা আছে
আশ্চর্য সেই ধন।
আমাকে ভালোবাসো?
তাহলে মুখে বলো না
বিয়োগ চিহ্নের দিকে দেখো
দেখো ধ্বংসস্তূপে নড়ে ওঠে
দুটি পাতা, একটি কুড়ি
রক্তের মতো টকটকে সবুজ!