নজরুল জাহিদ
মেয়েটি অনেক কাজ নিয়ে, ক্রমে দূরে সরে যাচ্ছিল
লোকটি তথাপি প্রাণপণে, মেয়েটিকে পিছু ডাকছিল
মেয়েটি একটু অবসরে, যখনই পেছনে তাকাত
একাকী লোকটির মনে, তখনই তোলপাড় হতো
মেয়েটির অল্প বয়স, কতশত দ্বিধা তার মনে
তবু কোন অজানার পানে, পায়ে পায়ে এগোত দুজনে
মেয়েটি ভাবত ‘সে যাক, থাক শুধু গভীর গোপনে’
লোকটির ভাবনা ছিল তবু, ‘সে আসুক, থাকুক, জীবনে’!