হোম > শিল্প-সাহিত্য > কবিতা

তোমার জন্য চিঠি-১ 

নজরুল জাহিদ

শান্ত কোমল সৃষ্টি তুমি, বিনাশ নও 
মেঘ তো ছিলেই এবার তুমি বৃষ্টি হও
জল ভাঙে না, জলেই সকল তৃষ্ণা ক্ষয়
কন্যা তুমি জলের মতো সুনিশ্চয়। 

এই দেখো প্রেম, বৃষ্টিভেজা শিউলি ফুল
এই দেখ এই দিলাম, সময়, অনুকূল
এখন তুমি ঘুমাও সবুজ প্রান্তরে
ধানের খেতের ঢেউ খেলে যাক অন্তরে। 

খরার দিনে মেঘ বৃষ্টির প্রার্থনা
আমার এ প্রেম অনন্ত সেই দিনগোনা 
আমার এ প্রেম মেঘ-বাতাসের আলাপন
যৌথ স্মৃতি কল্পমোহের উদ্‌যাপন। 

মনি আমার, বাবুই পাখি, মনসোনা 
এ শুধু নয় জলের বুকে আলপনা।

তৌহিদুল হকের গুচ্ছ কবিতা

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

স্বৈরাচারের স্বর্গলাভ

কফিনামা

অমাবস্যা 

লুইজ এলিজাবেথ গ্ল্যিকের একগুচ্ছ কবিতা 

উৎপাতশূন্যতন্ত্রী

আকাঙ্ক্ষাপত্র

দিব্যি বেঁচে আছি

নাগিনডান্স | বিকেল | রিসাইকেল বিন