হোম > শিল্প-সাহিত্য > কবিতা

পারিওয়ালী

শাহেদ কায়েস 

হাত চলে, পা চলে 
তাঁত চলে, তাঁত চলে…  

নিজস্ব সৃজনে ভরে ওঠে জমি
স্বচ্ছ ভূমির উপর গাঙের বাতাস
বাতাসে মেলে ধর জমিন, স্পষ্ট 
হোক গাঢ় সুতোয় তোলা নকশা 
ভাতের মাঢ়ের ম’ ম’ ঘ্রাণ― 
ফুল-নকশায় জ্যামিতিক কষ্ট 
নাচতে-নাচতে সুতোয় লাছি 
ঘোরে চরকা, নাটাই হচ্ছে সুতো  

এসো হজাইনা, এসো সানাবাজি 
ছোট, বড় চরকা― সাধের নলি 
ছিলটে প্যাঁচাও নলি, ‘ব’ ভর― 
সানায় সুতো, প্রস্তুত কর তাঁত। 

শীতলক্ষ্যায় জেগেছে জোয়ার 
মাকু মারো, মাকু মারো মিয়া―  
বাইনে-বাইনে ভরে উঠুক শরীর  

তোমার মধ্যমা আর তর্জনীতে 
কী জাদু তাঁতি! পা চলে, হাত চলে
জীবনের তাঁত চলে, তাঁত চলে। 

তৌহিদুল হকের গুচ্ছ কবিতা

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

স্বৈরাচারের স্বর্গলাভ

কফিনামা

অমাবস্যা 

লুইজ এলিজাবেথ গ্ল্যিকের একগুচ্ছ কবিতা 

উৎপাতশূন্যতন্ত্রী

আকাঙ্ক্ষাপত্র

দিব্যি বেঁচে আছি

নাগিনডান্স | বিকেল | রিসাইকেল বিন