ফরিদা ইয়াসমিন সুমি
আমার গায়ে রৌদ্র পড়ুকতোমার থাকুক ছায়াআমি পুড়ি দহনজ্বালায়তোমার জন্য মায়া।বর্ষাতি দিই তোমার মাথায়আমি মাখি জলতোমাকে দিই বিশ্বাসী মনশুষে সকল ছল।তোমার থাকুক চতুর্দশীআমার আঁধার কালোদীপাবলি উঠুক জ্বলেদিলাম সকল ভালো।