হোম > শিল্প-সাহিত্য > কবিতা

বিশ্বাসী মন

ফরিদা ইয়াসমিন সুমি 

আমার গায়ে রৌদ্র পড়ুক
তোমার থাকুক ছায়া
আমি পুড়ি দহনজ্বালায়
তোমার জন্য মায়া।
বর্ষাতি দিই তোমার মাথায়
আমি মাখি জল
তোমাকে দিই বিশ্বাসী মন
শুষে সকল ছল।
তোমার থাকুক চতুর্দশী
আমার আঁধার কালো
দীপাবলি উঠুক জ্বলে
দিলাম সকল ভালো।

তৌহিদুল হকের গুচ্ছ কবিতা

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

স্বৈরাচারের স্বর্গলাভ

কফিনামা

অমাবস্যা 

লুইজ এলিজাবেথ গ্ল্যিকের একগুচ্ছ কবিতা 

উৎপাতশূন্যতন্ত্রী

আকাঙ্ক্ষাপত্র

দিব্যি বেঁচে আছি

নাগিনডান্স | বিকেল | রিসাইকেল বিন