মহাদেব সাহা
আমি যখন মুক্তিযুদ্ধের কথা বলি
তখন তেরোশত নদী
গেয়ে ওঠে আমার সোনার বাংলা,
সহস্র পাখির কণ্ঠে জয় বাংলা ধ্বনিত হতে থাকে;
আমি যখন মুক্তিযুদ্ধের কথা বলি তখন সাতই মার্চ
জেগে ওঠে,
শেখ মুজিব ঘোষণা করেন স্বাধীনতা।
আমি যখন মুক্তিযুদ্ধের কথা বলি
তখন পর্ণকুটিরে জ্বলে ওঠে আলোকশিখা,
শহীদজননীর প্রাণ গর্বে ভরে ওঠে,
চোখের জল মুছে ফেলে,
তখন বাংলার সবুজ প্রান্তর শস্যে ভরে যায়,
পদ্মায় চলে ইলিশের ঝাঁক,
তখন লক্ষ লক্ষ রক্তগোলাপ ফুটে ওঠে বাগানে,
আকাশে হয় নতুন সূর্যোদয়,
হৃদয়ে-হৃদয়ে জেগে ওঠে বাংলাদেশ,
আমার সোনার বাংলা।