হোম > শিল্প-সাহিত্য > কবিতা

প্রহরগুলো প্রহরে নেই

তারিক সুজাত

১.
অপেক্ষায় ছিল সকাল
না চাইতেই দুপুর এসে গেল
বিকেলকে বলে রাখি ইশারায়
তুমি দেরি করে এসো…
বহুদিন পর
দুপুরটাকে বেঁধেছি ভোরের স্নিগ্ধতায়!

২.
রোদ, 
তুমি কতটা পুড়েছো
বোঝেনি বিহ্বল সকাল!
কাল নিরবধি–
দুপুর গড়িয়ে গেল,
           সন্ধ্যা আসন্ন…
অথচ সকাল
শূন্যতার আঙুল ছুঁয়ে
এখনো প্রতীক্ষায়;
দুপুর দুপুর
তুমি কি পথ হারিয়েছো?

তৌহিদুল হকের গুচ্ছ কবিতা

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

স্বৈরাচারের স্বর্গলাভ

কফিনামা

অমাবস্যা 

লুইজ এলিজাবেথ গ্ল্যিকের একগুচ্ছ কবিতা 

উৎপাতশূন্যতন্ত্রী

আকাঙ্ক্ষাপত্র

দিব্যি বেঁচে আছি

নাগিনডান্স | বিকেল | রিসাইকেল বিন