হোম > শিল্প-সাহিত্য > কবিতা

দুজনের মিলিত কবিতা

নজরুল জাহিদ

ওই আঙুলে হৃদয় আছে
হৃদয় আছে চুলেও
তোমার হৃদয় ঘুমিয়ে থাকে 
অতুল পদতলেও।

ওষ্ঠে তোমার তুমুল হৃদয়
হৃদয় গালের টোলে
চিবুক গ্রীবা বৃন্তে তোমার
হৃদয় বকুল দোলে।

শরীর শুধু নও গো তুমি 
সমস্তটাই মন
শরীর ছুঁয়েই মনকে ছুঁতে 
তোমায় প্রয়োজন।

তৌহিদুল হকের গুচ্ছ কবিতা

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

স্বৈরাচারের স্বর্গলাভ

কফিনামা

অমাবস্যা 

লুইজ এলিজাবেথ গ্ল্যিকের একগুচ্ছ কবিতা 

উৎপাতশূন্যতন্ত্রী

আকাঙ্ক্ষাপত্র

দিব্যি বেঁচে আছি

নাগিনডান্স | বিকেল | রিসাইকেল বিন