নজরুল জাহিদ
ওই আঙুলে হৃদয় আছেহৃদয় আছে চুলেওতোমার হৃদয় ঘুমিয়ে থাকে অতুল পদতলেও।
ওষ্ঠে তোমার তুমুল হৃদয়হৃদয় গালের টোলেচিবুক গ্রীবা বৃন্তে তোমারহৃদয় বকুল দোলে।
শরীর শুধু নও গো তুমি সমস্তটাই মনশরীর ছুঁয়েই মনকে ছুঁতে তোমায় প্রয়োজন।