মুহম্মদ নূরুল হুদা
উড়ছে শীতের পাখি শীতল ডানায়খয়েরি চাদর গায়ে তোমাকে মানায় আমি তো শিকারি নই হাতে নেই তীর ও ধনুকআমার দুচোখে দুই দৃষ্টিরঙ দোনলা বন্দুক
সামান্য নিকারি আমিআমার তো দেখে দেখে সুখ!