আহমেদ মুনির
হয়তো সকালের বাজারের পাশ দিয়ে
যেতে যেতে আমার মৃত্যু হবে।
মাছের ডালার পাশে রাখা ঘোলা
পানিতে তখনো নড়তে থাকবে
অল্প কিছু তেলাপিয়া মাছ।
হয়তো তখনো বাতাসে উড়বে শিমুল তুলা।
তার সঙ্গে ডালে ফোড়ন দেওয়ার শব্দ
শব্দের ভেতরে শ্রয়েডিংগারের বিড়াল
জ্যামিতির অতীত কোনো
বিষমবাহু ত্রিভুজের মাঝে এসে দাঁড়াবে
কিংবা দাঁড়াবে না, কে জানে এসব।
কচি তালশাঁস খুলে আসে যেভাবে
আঁটি থেকে জীবনের সীমা পার হয়ে
বিকেলের কাঁধে চড়ে সকালের শব
যে পথে মুখ থুবড়ে পড়ে আছে আজও
সে পথে মৃত্যুর ফুল দেখতে দেখতে
আমিও হেঁটে যাব, আমার মৃত্যু হয়েছে
এ কথা না জেনেই।