হোম > শিল্প-সাহিত্য > কবিতা

তুমি

শুভাশিস সিনহা

অনেক অনেক দিন যাই না তোমার কাছে
তুমি তো সবুজ ঘাস, ধুলোয় গিয়েছ ঢেকে, 
তুমি নীল, লুকিয়েছ আকাশের
কালো কালো মেঘের তলায়
তুমি রক্ত, একবার ছুরির খোঁচায় 
আপন মাংসের থেকে প্রকাশিবে ভুলে,
তুমি তাড়াহুড়োয় ছিটকে পড়া
জামার বোতাম, 
সুই হাতে বসে থাকা ঢুলুঢুলু 
পুরাতন দর্জি, 
মায়া, থেমে থাকা গান, আবক্ষ বেহাগ

তুমি তো পুরোনো পথ, নতুন নতুন বাঁকে 
টান দিয়ে ঘটাও আপন নবায়ন,
কুড়ানো পাতার স্তূপ ওড়ানোর 
ঝোড়ো দীর্ঘশ্বাস

গ্রীষ্ম যায়, বরষা ঘোমটা খোলে, আধো, 
নীপবনে জাগিছে হৃদয়
তুমি তবু কুহেলি হরিণী ছায়া, 
নয়, কেউ নয়, কিছু নয়! 

তৌহিদুল হকের গুচ্ছ কবিতা

‘পঞ্চাশ বছর ধরে লিখছি, কিন্তু আমি ব্যর্থ’, স্বেচ্ছা অবসর জয় গোস্বামীর

স্বৈরাচারের স্বর্গলাভ

কফিনামা

অমাবস্যা 

লুইজ এলিজাবেথ গ্ল্যিকের একগুচ্ছ কবিতা 

উৎপাতশূন্যতন্ত্রী

আকাঙ্ক্ষাপত্র

দিব্যি বেঁচে আছি

নাগিনডান্স | বিকেল | রিসাইকেল বিন