হাফিজ রশিদ খান
কিছুটা অজ্ঞতা থাকা ভালো
সবকিছু জেনে গেলে মানুষ একলা হয়ে যায়
পাড়ায় গুঞ্জন বাড়ে, নানা কথা হাত-পা ছড়ায়
ঈশ্বর একলা মানুষ পছন্দ করেন না
তাঁর পাশে দাঁড়াতে চাইছে—কে ও
ভাবনার দ্বন্দ্বে তাড়িত ঈশ্বর তাঁর ভৃত্যগণের সন্ত্রাসে
ভেঙে দেন একাকিত্বের সুরম্য ওই অট্টালিকা
সেই পাউডার ওড়ে-ওড়ে ঈশ্বরের মেঘরচনায়
অর্চনায় নামে
সবকিছু জেনে গেলে মানুষ থাকে না আর মানুষের মতো
ভারী বোঝা হয়ে অপযশ কুড়ায় লোকসমাজে!