বাংলাদেশের অ্যাংলিংকান সম্প্রদায় উপাসনার জন্য নির্মাণ করেছিল সেন্ট থমাস ক্যাথেড্রাল চার্চ। ১৮১৯ সালে শেষ হয় এর নির্মাণকাজ। ঢাকা কারাগারের কয়েদিরা নাকি এটির নির্মাণে শ্রম দিয়েছিল। কলকাতার বিশপ রেজিনাল্ড হেবার ১৮২৪ সালের ১০ জুলাই ঢাকায় এসে উদ্বোধন করেন লক্ষ্মীবাজারে অবস্থিত এই গির্জাটির। এটি ‘চার্চ অব বাংলাদেশ’ নামেও পরিচিত। পাকিস্তান আমলে ১৯৭০ সালে চার্চ অব পাকিস্তান নামের প্রশাসন দ্বারা গির্জাটি পরিচালনা করা হতো। স্বাধীনতার পর কয়েক বছর দাপ্তরিকভাবে এই নামের প্রশাসন দ্বারা পরিচালিত হলেও ধীরে ধীরে তা চার্চ অব বাংলাদেশ নামের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত হয়। শুধু উপাসনার জন্য নয়, গির্জাটির দারুণ নির্মাণশৈলী দেখতেও অনেক পর্যটক এখানে ভিড় করেন।
ছবি: সংগৃহীত, ১৮৭৫