হোম > নারী

৬০ বছর বয়সে আইন পেশায় এলিজাবেথ

ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত

আবাসনব্যবসা ছেড়ে জীবনকে নতুনভাবে দেখতে ৫৪ বছর বয়সে আইন বিষয়ে পড়াশোনার জন্য স্কুলে ভর্তি হন এলিজাবেথ বারবুর। উদ্দেশ্য ছিল পারিবারিক সহিংসতায় পড়া নারীদের পাশে দাঁড়ানো। আইন বিষয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষে ৬০ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় লিগ্যাল এইড সোসাইটিতে যোগ দেন। সেখানে পারিবারিক সহিংসতাবিষয়ক মামলা পরিচালনা শুরু করেন। বর্তমানে ৬৮ বছর বয়সী এলিজাবেথ বারবুর ৫০টি পারিবারিক সহিংসতার মামলা নিয়ে কাজ করছেন। তিনি বলেন, ‘এই নারীরা অনেক কিছু সহ্য করে যখন আমার কাছে আসেন, তাঁরাও জীবনকে নতুন করে দেখতে চান। ঠিক আমার মতো।’

আইন পেশায় আসা একটু অস্বাভাবিক ছিল এলিজাবেথের জন্য। তিনি বলেন, ‘আইন স্কুলে শুরুর সময়টা বেশ কঠিন ছিল। আমি ছিলাম সবার মায়ের বয়সী। আমার কোনো বন্ধু ছিল না। কিন্তু সেটাও একসময় ঠিক হয়ে যায় এবং তিন বছর পড়াশোনার মধ্যে ডুবে থাকার পর আমার মানসিক ক্ষমতা অনেক বাড়ে।’

এলিজাবেথ বারবুর ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, বিশেষ করে পারিবারিক সহিংসতার শিকার নারীদের আইনি সহায়তা দিচ্ছেন। ৬০ বছর বয়সে আইন পেশায় আসা তাঁর জন্য যেমন চ্যালেঞ্জ ছিল, তেমনি তিনি তাঁর লক্ষ্য অর্জনেও ছিলেন অনড়।

সূত্র: দ্য গার্ডিয়ান

২ হাজার ৫৬৮ প্রার্থীর মধ্যে নারী ১০৯, উদ্বেগ সামাজিক প্রতিরোধ কমিটির

শরিয়তি ফারায়েজ অনুযায়ী মেয়ের সন্তান নানার সম্পত্তির সরাসরি ওয়ারিশ হয় না

নিরাপত্তাহীন নারী ও শিশু, সংখ্যা বাড়ছে নির্যাতিতের

শেক্‌সপিয়ার বিশেষজ্ঞ ভয়ংকর এক নারী ইয়েং থিরিথ

ক্ষত আর স্বপ্ন নিয়ে নতুন ভোরের অপেক্ষায় নারীরা

বইকে বেঁচে থাকার শক্তি হিসেবে দেখাতে চান দিয়া

সৌন্দর্যশিল্পের মুকুটহীন সম্রাজ্ঞী এলিজাবেথ আরডেন

বড়দিনের বিখ্যাত গানগুলোর নেপথ্যের নারীরা

উদ্যোক্তা মেলা: সংখ্যা কমলেও আশাবাদী নারী উদ্যোক্তারা

রোজের ফুটে ওঠার গল্প