হোম > নারী

সাংবাদিক লেখিকা ফার্স্ট লেডি শ্রাইভার

ডেস্ক রিপোর্ট

সাদা ও তীব্র সাইট্রাস সুগন্ধযুক্ত একটি হাইব্রিড গোলাপের নাম মারিয়া শ্রাইভার। ২০০৪ সালের অক্টোবরে গোলাপটির নামকরণ করা হয় মারিয়া ওয়িংস শ্রাইভারের নাম অনুসারে। শ্রাইভার একজন আমেরিকান সাংবাদিক, লেখক, ক্যালিফোর্নিয়ার সাবেক ফার্স্ট লেডি এবং কেনেডি পরিবারের সদস্য। তিনি দ্য উইমেনস আলঝেইমার মুভমেন্ট সংস্থার প্রতিষ্ঠাতা।

১৯৫৫ সালের ৬ নভেম্বর শিকাগো শহরের ইলিনয়ের প্রেসবিটারিয়ান হাসপাতালে জন্মেছিলেন মারিয়া। তাঁর বাবা রাজনীতিবিদ সার্জেন্ট শ্রাইভার এবং মা কর্মী ইউনিস কেনেডি। শ্রাইভার তাঁর সাংবাদিকতা পেশা শুরু করেছিলেন সিবিএস স্টেশন কেওয়াইডব্লিউ টিভি থেকে।

১৯৮৬ সালে এনবিসি নিউজে যোগদানের আগে স্বল্পসময়ের জন্য সিবিএস মর্নিং নিউজে উপস্থাপনা করেন। টুডে শো এবং এনবিসি নাইটলি নিউজের সাপ্তাহিক সংস্করণেও তিনি উপস্থাপক হিসেবে কাজ করেছেন। ২০০৩ সালে আর্নল্ড শোয়ার্জনেগার ক্যালিফোর্নিয়ার ৩৮তম গভর্নর হিসেবে অভিষিক্ত হওয়ার পর সেই প্রদেশের ফার্স্ট লেডি হন মারিয়া। ফার্স্ট লেডি হিসেবে নিজের কাজ করার জন্য ২০০৪ সালে এনবিসি নিউজ ছেড়ে দেন তিনি। তবে এরপর ২০১৩ সালে বিশেষ উপস্থাপক হিসেবে ফিরে আসেন। মারিয়া ফার্স্ট লেডি হিসেবে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন। তিনি ক্যালিফোর্নিয়ায় নারীদের অবদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দারিদ্র্যের অবসান ঘটানোর বাস্তব সমাধান নিয়ে কাজ করা এবং পুরো ক্যালিফোর্নিয়ায় তাঁদের সেবামূলক কাজ করতে উৎসাহিত করেন।

বড়দিনের বিখ্যাত গানগুলোর নেপথ্যের নারীরা

উদ্যোক্তা মেলা: সংখ্যা কমলেও আশাবাদী নারী উদ্যোক্তারা

রোজের ফুটে ওঠার গল্প

আন্তর্জাতিক নারী: অন্ধকার আকাশ যাঁর ল্যাবরেটরি

অধিকারের পক্ষে মার্থার লড়াই

‘মেয়েদের ফুটবলে বাধা দিতে খোঁড়া হয়েছিল মাঠ’

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মন্ত্রণালয় ও সংসদে আসনের দাবি

জটিল প্রক্রিয়ার কারণে অনলাইনে হয়রানির শিকার হয়েও অভিযোগ করতে পারেন না নারীরা

ঐতিহ্য পুনরুদ্ধারে শাহেলীর লড়াই

১১ মাসে নির্যাতনের শিকার ২,৫৪৯ নারী ও কন্যাশিশু