হোম > নারী

নারীর জীবনমান উন্নয়নই লক্ষ্য

ফিচার ডেস্ক 

নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক প্রচার বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রোগ্রাম লিডার ইয়ংশিম এন। এ জন্য ছোট ছোট টিভিসি, ডকুমেন্টারি ইত্যাদি নির্মাণের পরামর্শ   দেন তিনি। 

৮ জুলাই বাংলাদেশ সচিবালয়ে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমির অফিসকক্ষে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ওয়ার্ল্ড ব্যাংকের একটি প্রতিনিধিদল। এই সাক্ষাতে কাজ করার জায়গাগুলো নিয়ে আলোচনা করেন তাঁরা। সে সময় ইয়ংশিম এন বাংলাদেশের জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। 

সৌজন্য সাক্ষাতে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা কিশোর-কিশোরী ক্লাবকে ওয়ার্ড পর্যায়ে বিস্তৃত করতে চাচ্ছি। এই কাজে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা কামনা করি।’ এ সময় তিনি জেন্ডারভিত্তিক সহিংসতা রোধ ও বাল্যবিবাহ প্রতিরোধে ওয়ার্ল্ড ব্যাংকের প্রচেষ্টা বৃদ্ধির আহ্বান জানান।

এ ছাড়া প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি মাতৃস্বাস্থ্য, কিশোর-কিশোরীদের জীবনের দক্ষতা বৃদ্ধি, জেন্ডার বেইসড ভায়োলেন্স, জলবায়ু পরিবর্তনে নারীর জীবনের ঝুঁকি, মাতৃমৃত্যু রোধ, শিশুর প্রারম্ভিক বিকাশ, গণপরিবহনে নারীর যৌন হয়রানি রোধসহ নানান বিষয়ে আলোচনা করেন প্রতিনিধিদলের সঙ্গে।

রোকেয়াকে ‘মুরতাদ’ বলা রাবি শিক্ষকের অপসারণ চায় মহিলা পরিষদ

ল্যানসেটের গবেষণা: শৈশবে ১০০ কোটি মানুষ যৌন সহিংসতার শিকার

মোবাইল ফোনের ক্যামেরায় জীবনের গল্প

যৌতুক দাবি ও গ্রহণ করা এবং যৌতুকের জন্য চাপ দেওয়া দণ্ডনীয় অপরাধ

মোটরবাইকপ্রেমী নারীদের যাত্রা

কবি বাবার উদ্ভাবক কন্যা

জুলাই অভ্যুত্থানে বেগম রোকেয়া ছিলেন প্রেরণা হয়ে: নাহিদ ইসলাম

যৌনকর্মীদের মানবাধিকার সুরক্ষায় রাষ্ট্রীয় দায়িত্ব নিশ্চিতের দাবি সংহতির

দিলরুবা হক মিলি: বনরক্ষী এক নারীর গল্প

অতীতের আলো, বর্তমানের অন্ধকার