হোম > নারী

এই সপ্তাহে স্মরণে

ফিচার ডেস্ক

জাহানারা ইমাম, সেপটিমা ক্লার্ক, ইউজেনি ক্লার্ক ও প্রীতিলতা ওয়াদ্দেদার। ছবি: সংগৃহীত

জাহানারা ইমাম

কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালালবিরোধী আন্দোলনের নেত্রী জাহানারা ইমাম। ১৯৯২ সালের ১৯ জানুয়ারি ১০১ সদস্যবিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় তাঁর নেতৃত্বে। জাহানারা ইমামের জন্ম ১৯২৯ সালের ৩ মে।

সেপটিমা ক্লার্ক

তৃণমূল পর্যায়ে নাগরিকত্ব শিক্ষার পথিকৃৎ সেপটিমা পইনসেট ক্লার্ক। তাঁকে বলা হতো ‘আন্দোলনের জননী’ ও ‘গ্রান্ডমাদার অব দ্য সিভিল রাইটস মুভমেন্ট’। তিনি ছিলেন একজন শিক্ষক ও মানবাধিকারকর্মী। ১৮৯৮ সালের ৩ মে যুক্তরাষ্ট্রের চার্লেস্টোনে তিনি জন্মগ্রহণ করেছিলেন।

ইউজেনি ক্লার্ক

হাঙরের আচরণ এবং টেট্রাওডন্টিফর্মিস বর্গের মাছ নিয়ে গবেষণার জন্য পরিচিত ছিলেন ইউজেনি ক্লার্ক। যাকে বলা হয় দ্য শার্ক লেডি। কেপ হ্যাজ ল্যাবরেটরিতে ক্লার্ক হাঙর এবং অন্যান্য মাছের ওপর আচরণগত, প্রজননমূলক এবং শারীরবৃত্তীয় বেশ কয়েকটি পরীক্ষা পরিচালনা করেছিলেন তিনি। ১৯২২ সালের ৪ মে নিউইয়র্ক সিটিতে জন্ম তাঁর।

প্রীতিলতা ওয়াদ্দেদার

১৯৩২ সালে চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাবে সশস্ত্র আক্রমণে ১৫ জনের একটি বিপ্লবী দলের নেতৃত্ব দেওয়ার জন্য পরিচিত প্রীতিলতা ওয়াদ্দেদার। ১৯১১ সালের ৫ মে চট্টগ্রামের বর্তমান পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্ম হয়েছিল তাঁর।

ইরান পরিস্থিতি: নারীত্বের জয়গান যেখানে বিদ্ধ বুলেট আর শৃঙ্খলে

ক্রমাগত নেতিবাচক চিন্তা ও মন খারাপ বিষণ্নতার কারণ

কেমন হবে নতুন দিন

সার্জনস হল রায়ট ও সোফিয়া জ্যাকস-ব্লেক

শুভ জন্মদিন, অ্যাগনেস মঙ্গান

বিশ্বসাহিত্য কেন্দ্রে সামাজিক প্ল্যাটফর্ম ‘মন জানালা’র আয়োজন

‘৫ শতাংশের বেশি নারী প্রার্থী দিতে চেয়েছিলেন তারেক রহমান’

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ২৪তম

ড. রাজিয়া বানু, নারী অগ্রযাত্রায় উজ্জ্বল নক্ষত্র

সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে সম্ভব নয়