হোম > জীবনধারা > নো হাউ

ইনস্টাগ্রামের পাসওয়ার্ড ভুলে গেলে যা করবেন

আজকের পত্রিকা ডেস্ক­

ইনস্টাগ্রামের পাসওয়ার্ড রিসেট করার প্রক্রিয়া সহজ। ছবি: পেক্সেলস

ছবি ও ভিডিওমাধ্যমে বিশেষ মুহূর্তের স্মৃতি সংরক্ষণ করা হয় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে। তবে একাধিক অনলাইন অ্যাকাউন্ট ব্যবহারের ফলে অনেক সময় পাসওয়ার্ড মনে থাকে না। পাসওয়ার্ড ভুলে গেলে অনেকে দুশ্চিন্তায় পড়ে যান এবং ভাবেন, হয়তো অ্যাকাউন্টটি আর ফিরে পাওয়া সম্ভব নয়। আসলে কিছু সহজ ধাপ অনুসরণ করলেই পাসওয়ার্ড রিসেট করে আবার ইনস্টাগ্রামে প্রবেশ করা যায়।

ইনস্টাগ্রামের পাসওয়ার্ড রিসেট করার প্রক্রিয়া সহজ। অ্যান্ড্রয়েড ও আইফোনে পাসওয়ার্ড রিসেট করার প্রক্রিয়া প্রায়ই একই।

স্মার্টফোন থেকে ইনস্টাগ্রামের পাসওয়ার্ড রিসেট করবেন যেভাবে

১. অ্যান্ড্রয়েড বা আইফোন থেকে ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।

২. এখন লগইনের পেজে গিয়ে ‘ফরগটেন পাসওয়ার্ড’ অপশনে ট্যাপ করুন। এর ফলে ‘ফাইন্ড ইয়োর অ্যাকাউন্ট পেজ’ চালু হবে।

৩. আপনার অ্যাকাউন্ট খুঁজে এই পেজে আপনার অ্যাকাউন্টটি সংশ্লিষ্ট ইউজার নেম, ইমেইল ও ফোন নম্বর দিন। এরপর নিচের দিকে থাকা ‘ফাইন্ড অ্যাকাউন্ট’-এ ট্যাপ করুন। এরপর ইনস্টাগ্রাম আপনার অ্যাকাউন্টটি খুঁজে বের করবে।

৪. এখন ই-মেইল বা ফোন নম্বর—কোন মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করতে চান, সেই অপশন নির্বাচন করুন এবং কনটিনিউ বাটনে ট্যাপ করুন।

৫. ই-মেইল অপশন নির্বাচন করলে আপনার সংশ্লিষ্ট ই-মেইল ঠিকানায় ইনস্টাগ্রাম একটি মেইল পাঠাবে। সেই ই-মেইলটি চালু করুন।

৬. ই-মেইলের ভেতরে থাকা ‘রিসেট ইয়োর পাসওয়ার্ড’ অপশনে ট্যাপ করুন। এর ফলে নতুন একটি উইন্ডো চালু হবে।

৭. এবার নতুন শক্তিশালি পাসওয়ার্ড টাইপ করুন এবং ‘রিসেট পাসওয়ার্ড’ অপশনে ট্যাপ করুন।

ইনস্টাগ্রাম ওয়েবসাইট থেকে পাসওয়ার্ড রিসেট করবেন যেভাবে

যদি আপনি কম্পিউটারে ইনস্টাগ্রামে লগইন করতে চান, তবে নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই আপনার পাসওয়ার্ড রিসেট করতে পারেন।

১. আপনার পিসিতে যেকোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করে ইনস্টাগ্রামের ওয়েবসাইটে যান।

২. লগইন পেজে গিয়ে ‘ফরগেট পাসওয়ার্ড’ অপশনে ক্লিক করুন।

৩. পরবর্তী পেজে গিয়ে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সংশ্লিষ্ট ই-মেইল আইডি, ইউজার নেম বা মোবাইল নম্বর দিন।

৪. এরপর ‘সেন্ড লগইন লিংক’ অপশনে ক্লিক করুন।

৫. আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে ইনস্টাগ্রাম একটি ই-মেইল পাঠাবে আপনার সংশ্লিষ্ট ই-মেইল ঠিকানায়।

৬. সেই ই-মেইলে গিয়ে ‘রিসেট ইয়োর পাসওয়ার্ড’ লিংকে ক্লিক করুন।

৭. নতুন পেজে একটি নতুন পাসওয়ার্ড তৈরি করুন এবং তারপর ‘রিসেট পাসওয়ার্ড’ বাটনে ক্লিক করুন।

ল্যাপটপ ভিজে গেলে যা করবেন ও যা করবেন না

মোবাইল ডেটা সাশ্রয়ে ফোনের ‘অটো আপডেট’ বন্ধ করবেন যেভাবে

নতুন না পুরোনো ফোন কিনছেন, বুঝবেন যেভাবে

স্মার্টফোনে ওয়াই-ফাই সংযোগ না পেলে করণীয়

ফোনে নেটওয়ার্ক সমস্যা হলে করণীয়

অ্যান্ড্রয়েড ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ, সমাধান কী

আইফোনে বাটন চারটি কেন, কোনটির কী কাজ

টিকটকের ট্রেন্ডিং বিষয় খুঁজে পাবেন যেভাবে

টিকটক প্রোফাইলের কিউআর কোড কেন ও কীভাবে তৈরি করবেন

টিকটকের অটো স্ক্রল ফিচারের সুবিধা কী